How to create a blog website in Bangla

যখনি আমরা ওয়েবসাইট তৈরি করার কথা ভাবি অধিকাংশ মানুষই মনে করি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাকে প্রোগ্রামার হতে হবে। কিন্তু আমরা হয়তো বেশিরভাগ মানুষই জানিনা যে প্রোগ্রামিং সম্পর্কে বিন্দুমাত্র নলেজ না রেখেও ওয়েবসাইট তৈরি করা যায়। আমাদের আজকের আর্টিকেলে জানবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তাহলে শুরুতেই আমরা জেনে নেই ওয়ার্ডপ্রেস কি।

What is WordPress?


ওয়ার্ডপ্রেস হল একটি সিএমএস। যার পূর্ণ রূপ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েয়ার্ডপ্রেস এমন একটি ওয়েব এপ্লিকেশন যার মাধ্যমে অনেকটা ড্রাগ এবং ড্রপের মাধ্যমে যেকোন ধরনের ওয়েবসাইট খুবই অল্প সময়ে তৈরি করা সম্ভব। এ পর্যায়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটি ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম যেমন জিহোস্টবিডি ডট কম। আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটটি অনলাইনে রাখার যায়গা। আমি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে পূর্বে দুটি আর্টিকেল পোষ্ট করেছি। আপনার ডোমেইন হোস্টিং সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে অবশ্যই পূর্বের আর্টিকেল গুলি দেখে নিবেন।

How to create a blog website using WordPress?



ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আমাদের হোস্টিং এর সি-প্যানেলে লগিন করতে হবে। সি-প্যানেল আবার কি? সি-প্যানেল হচ্ছে আপনার হোস্টিং এর কট্রোল প্যানেল। যার মাধ্যমে ওয়েব হোস্টিং ম্যানেজ করা হয়ে থাকে।

সি-প্যানেলে লগিন করার পরে সফটাকুলাস নামে একটি এ্যাপস দেখতে পাবো। সফটাকুলাস এ্যাপস এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস টি আমাদের সি-প্যানেল ইন্সটল করবো। ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় একটি ইমেইল দিতে হবে। অবশ্যই মনে রাখবেন ওয়ার্ডপ্রেস এ্যাডমিন ইমেইলের ফর্মে একটি ভ্যালিড ইমেইল এ্যাড্রেস দিতে হবে। তারপরে একটি ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় সর্বনিম্ম একটি ক্যারেক্টার এবং সিম্ভল ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে একটি উদাহরণ স্বরূপ পাসওয়ার্ড দেয়া হলোঃ TsY3$^21bd । ওয়ার্ডপ্রেস লগইন ইউয়ারএল, ইউজার নেইম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এগুলো একটি নোট প্যাডে সংরক্ষণ করে রাখবেন। যাতে পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে লগইন করার সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি।

এখন আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটল করা সময় যেই ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়েছি তা দিয়ে ওয়ার্ডপ্রেস লগইন ইউয়ারেল এ গিয়ে লগইন করব। লগইন করার পরে এ্যাপেয়ারেন্স এর মধ্যে থিমস নামের অপশনটিতে ক্লিক করব। এই পেইজে এ্যাডনিউ নামে একটি বাটন দেখতে পাব এবং এখানে ক্লিক করব। এই পেইজে আসার পরে আমরা অনেকগুলি ওয়ার্ডপ্রেস থিম দেখতে পাব এবং আমাদের পছন্দ অনুযায়ী যেকোন থিম আমাদের ওয়াবসাইটে সেটআপ দিতে পারব। থিম সেটআপ দেওয়ার পরে আমরা ইচ্ছেমত আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করে নিতে পারব।

ওয়েবসাইটে কোন পোষ্ট করতে চাইলে পোষ্ট অপশন থেকে এ্যাড নিউ অপশনে ক্লিক করে চাইলে যেকোন ধরনের পোষ্টও আপডেট দিতে পারবো। আর্টিকেলটির ফিচারড ভিডিওতে কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ব্লগ অয়েবসাইট তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি ভিডিওটি দেখলে আপনি ঘরে বসেই কোন কোডিং নলেজ চাড়াই আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন।

How to choose best web hosting for blog website

যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে গেলে বা তৈরি করার চিন্তা করলে হোক সেটা ব্লগ ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইট সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হোস্টিং সম্পর্কে বিষদ ভাবে জ্ঞান রাখতে হবে। তা নাহলে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের জন্য বেস্ট ওয়েব হোস্টিংটি বাচাই করা অসম্ভব হয়ে পড়বে।
ফলে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। নিম্মে কয়েকটি উল্লেখযোগ্য সমস্যার কথা তুলে ধরা হল।

১। সার্ভার ডাউন হয়ে যাওয়া – এর ফলে ভিজিটর ওয়েবসাইটে ভিজিট করতে পারবেনা।
২। ল্যাজি লোডিং – ফলে ওয়েবসাইট লোড হতে অনেক সময় নিবে।
৩। সমস্যা সমাধান করতে অনেক বেশী সময় নেওয়া।
 ৪। লো-লেভেল সিকিউরিটি – এর ফলে ওয়েবসাইট হ্যাক হওয়া বা ভাইরাস- ম্যালওয়্যার জনিত সমস্যার সম্মূক্ষিন হতে পারে।
৫। ওভার প্রাইসিং – অর্থাৎ ওয়েব হোস্টিং এর স্পেসিফিকেশনের চেয়ে দাম বেশি নির্ধারন করা ইত্যাদি।

What is web hosting?


যখনি কেউ প্রফেশনালি বা পার্সনালি কোণ ওয়েবসাইট করার কথা ভাবে ঠিক তখনি প্রথম যেই প্রশ্নটি মাথায় আসে সেটি হচ্ছে ওয়েব হোস্টিং কি?
ওয়েব হোস্টিং হচ্ছে ইন্টারনেটের এমন একটি স্পেচ বা যায়গা যেখানে ওয়েব ফাইল বা ওয়েবসাইটের ডেটা ষ্টোর করা হয়ে থাকে। এখানে একটি উদাহরণ দেওয়া হল যাতে বিষয়টি আরো ক্লিয়ার ভাবে বোঝা যায়।
মনে করুন আপনি একটি বাড়ি তৈরি করবেন। বাড়িটি তৈরি করার জন্য অবশ্যই একটি যায়গার প্রয়োজন হবে। ঠিক তেমনি অনলাইনে ওয়েবসাইটের ডেটা গুলি রাখার জন্যও একটি স্পেচ বা যায়গার প্রয়োজন হয়। আর এই যায়গাটিকে ওয়েব হোস্টিং বলা হয়ে থাকে। এছাড়াও এসকল যায়গার বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে যেমন বড়-ছোট তেমনি ওয়েব হোস্টিং এর ও সাইজ হয়ে থাকে যেমন ১জিব-২জিবি ইত্যাদি।

How to choose best web hosting for blog website


ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য হোস্টিং নির্বাচনের ক্ষেত্রে অনেক গুলি বিষয় বিবেচনা করতে হলেও আমার এখানে প্রধান চারটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

১। রিলাইএ্যভিলিটি
– এখানে রিলাইএ্যভিলিটি বলতে চারটি বিষয়কে বোঝানো হয়েছে। যেমনঃ

• ব্যাক্তি অথবা প্রতিষ্ঠান। অর্থাৎ আপনি যার কাছ থেকে ওয়েব হোস্টিংটি নিবেন তিনি কি একজন ব্যাক্তি নাকি প্রতিষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করবো প্রতিষ্ঠান থেকে ওয়েব হোস্টিং নেওয়ার জন্য। কেননা একটি প্রতিষ্ঠানে অনেকজন এক্সপার্ট কাজ করে যারা যেকোন সমস্যা সমাধান অনেক দ্রুত দিয়ে পারবে কিন্তু একজন ব্যাক্তির পক্ষ্যে এই ধরনের সার্ভিস দেওয়া অনেক কষ্টসাধ্য।

• সি-প্যানেল বা কন্ট্রোল প্যানেল। অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত হোস্টিং প্রোভাইডার সি-প্যানেলের সম্পূর্ন এক্সেস দিচ্ছে কিনা। যদি না দেয় সেক্ষত্রে আমরা তাদেরকে এ্যাভয়েড করব।

• হিডেন চার্জ। অর্থাৎ এখন একটা হোস্টিং কিনলেন ১০০০ টাকা দিয়ে কিন্তু পরবর্তী বছর রিনিও বিল আসছে ১৫০০ টাকা। কিন্তু এই বিষয়ে পূর্বে কোথাও উল্লেখ ছিলনা।

• ট্র্যান্সফার। অর্থাৎ পরবর্তিতে চাইলে আপনার হোস্টিং যেকোন সময় অন্য কোথাও ট্র্যান্সফার করা যাবে এই সুবিধাটি দিচ্ছে কিনা তা যাচাই করে নিতে হবে।

২। ফ্লেক্সিবিলিটি – অর্থাৎ এখন আপনি হোস্টিং নিয়েছেন ১জিবি কিন্তু কিছুদিন পরে দেখা গেল আপনার ষ্টোরেজ ফুল হয়ে গিয়েছে। এমত অবস্থায় আপনার কাঙ্ক্ষিত ওয়েব হোস্টিং প্রোভাইডার আপনাকে ষ্টোরেজ আপগ্রেড করার সুবিধা দিচ্ছে কিনা বা দিলেও প্রাইসিং রিল্যায়এবল কিনা। এই বিষয় সম্পর্কে জেনে নিতে হবে।

৩। কোয়ালিটি – এখানে কোয়ালিটি বলে চারটি বিষয়কে বোঝানো হয়েছে। যেমনঃ

• সার্ভার আপটাইম। অর্থাৎ সার্ভার মোস্ট অব দ্যা টাইম অনলাইনে থাকে কিনা।

• সার্ভার স্পীড। অর্থাৎ সার্ভারের স্পীড ভাল কিনা। সার্ভারে কোন ধরেনের প্রসেসর ব্যবহার করা হয়ছে ইত্যাদি।

• সার্ভার লোকেশন। অর্থাৎ সার্ভারের লোকেশন আমেরিকাতে অবস্থিত কিনা। কেননা সাধারণত আমেরিকান ডেটা সেন্টার গুলি অনেক পাওয়ারফুল হয়ে থাকে।

• সার্ভার সিকিউরিটি। অর্থাৎ সার্ভারে এ্যান্টিভাইরাস, ফাইয়ারওয়ালস, ডিডস প্রোটেকশন, মড সিকিউরিটি, ভাইরাস স্ক্যানার, ব্যাকআপ সার্ভার ইত্যাদি ব্যবহার করা হয়েছে কিনা নিশ্চিত করতে হবে।

৪। প্রাইস – সাধারণত সার্ভারের প্রাইসিংটা মূলত সার্ভারের স্পেসিফিকেশনের উপর নির্বর করে। অর্থাৎ একটি ভাল স্পেসিফিকেশনের সার্ভার জন্য আপনাকে তূলনামূলক একটু বেশী চার্জ করা হবে।
আমরা অনেক সময় ফেসবুক, ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখি থাকি যে ২০জিবি হোস্টিং ১০০০ টাকা বা ২০০০ টাকা। সাধারণত এসকল হোস্টিং অনেক চিপ-কোয়ালিটির হয়ে থাকে। আমরা চেস্টা করবো এধরনের হোস্টিং প্রোভাইডারদের এড়িয়ে চলতে।

How to choose domain for blog website?

ব্লগিং শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করতে আমরা হয়তো অনেকেই জানি একটি ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয়। আমরা এই আর্টিকেলটিতে শুধুমাত্র ডোমেইন সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী আর্টিকেলে হোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই জেনে নেই ডোমেইন কি?

What is Domain?


এখানে একটা উদাহরণ দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনেকরুন আপনার একটি বাড়ি আছে সাধারন ভাবেই বাড়িটির একটি নির্দিষ্ট ঠিকানা ও আছে। ঠিক একই ভাবে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ও একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে। আর ওয়েবসাইটের এই নির্দিষ্ট ঠিকানাকেই ডোমেইন বলা হয়।
এখানে ডোমেইন এর কিছু বিশেষত্ব আছে যেমন একই নামে শুদু মাত্র একটি ডোমেইন হয়ে থাকে। অর্থাৎ আপনি যেই নাম ব্যাবহার করে ডোমেইন রেজিস্ট্রেশন করেছেন অন্য কেউ চাইলেও একই নাম দিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেনা।

How to select the perfect domain for your blog website?


ডোমেইন নির্বাচন করার অনেক গুলো ধাপ রয়েছে। তার মধ্যে প্রধান যেই বিষয় গুলো রয়েছে সেগুলো নিম্মে উল্লেখ করা হলো।

• ব্লগিং এর জন্য ডোমেইন নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করবো .com ডোমেইন নেওয়ার জন্য। যদি কোন কারনে .com ডোমেইন এক্সটেনশনটি এভেইলএবল না পাই সেক্ষেত্রে আমারা চেস্টা করবো .net অথাবা .info ডোমেইন এক্সটেনশনটি নেওয়ার জন্য।

• আমরা অলয়েজ ট্রাই করবো হাইফেনের ব্যবহার না করতে। কেননা হাইফেন ব্যবহার করলে ডোমেইন ব্রাউজারে লিখে সার্চ করতে অনেক অসুবিধা হয়। তাছাড়া হাইফেন ব্যবহারের ফলে ডোমেইন নেইম মনে রাখাও কস্ট হয়ে যায়।

• ডোমেইন নেইম নির্বাচন করার ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করা যাবেনা। তবে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করতে পারেন। যেমন, সংখ্যাটি যদি আপনার ওয়েবসাইটের ব্রান্ডিং প্রকাশ করে। এখানে কয়েকটি উদাহরণ হলো area51 .com, b2b .com ।

• ডোমেইন এর জন্য একটি ছোট নাম নির্বাচন করুন। তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটরদের ডোমেইন নেইমটি মনে রাখতে সুবিধা হবে।

• আপনার বাচাইকৃত ডোমেইনের স্পেলিং সঠিক আছেকিনা নিশ্চিত করুন।

• আপনার কাঙ্ক্ষিত ডোমেইনটি এমন ভাবে নির্বাচন করুন যেটা উচ্চারন বা প্রোনাউন্স করতে সুবিধা হয়।

• কপিরাইট সমস্যা নেই এমন একটি ডোমেইন নির্বাচন করুন।

• এমন অনেক ধরনের ডোমেইন আছে যেগুলো পূর্বে রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু রিনিও না করার করণে ডোমেইন গুলো বর্তমানে এভেইলএবল রয়েছে। এসকল ডোমেইনকে এক্সপেয়ার্ড ডোমেইন ও বলা হয়ে থাকে। এক্সপেয়ার্ড ডোমেইন রেজিস্ট্রেশন করার আগে দেখে নিতে হবে গুগোল উক্ত ডোমেইনটিকে পেনাল্টি করেছে কিনা। যদি করে থাকে তাহলে সেই ডোমেইনটি নির্বাচন করা থেকে বিরত থাকতে হবে।

How to plan to start blogging

যেকোন কাজে সফলতা অর্জন করতে হলে কাজটি শুরু করার আগে অবশ্যই পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় ভুল থাকলে বা যদি কোন পরিকল্পনা না থাকে তাহলে সফলতা অর্জন করা সম্ভব হয়না। হোক সেটা অনলাইন ভিত্তিক কাজ বা অফলাইন ভিত্তিক কাজ।

পরিকল্পনা কি?
পরিকল্পনা হল ভবিষ্যতে আমরা কখন, কোথায়, কার দ্বারা কি করতে চাই তা পূর্ব থেকে নির্ধারণ করাকে বোঝায়। পরিকল্পনা পূর্ব থেকে নির্ধারণ করা হলেও এটি ভবিষ্যৎ কাজের একটিই প্রতিচ্ছবি।

Planning for start blogging

এই পর্যায়ে আমরা ব্লগিং শুরু করার জন্য কি কি করতে হবে সেই কাজ গুলি খুঁজে বের করব। যেমনঃ
• Types of blog
• What is my interest
• Select a niche
• Categories of the niche

Types of blog

এখানে (Types of blog) বলতে বোঝানো হয়েছে ব্লগের কতগুলি প্রকার রয়েছে। ব্লগ এর অসংখ্য প্রকারভেদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফুড ব্লগ, ফ্যাশন ব্লগ, ট্রাভেল ব্লগ, ভিউটি ব্লগ, মেক মানি অনলাইন।

What is my interest

এখানে (What is my interest) বলতে বোঝানো হয়েছে ব্লগের কোন প্রকারভেদের উপর আমার ইন্টারেস্ট রয়েছে সেটা খুঁজে বের করা। যেমন আমি অনলাইন থেকে কিভাবে টাকা আয় করা যায় এই বিষয়ে আমার মোটামুটি খুব ভাল একটা ধারনা রয়েছে। বলতে পারেন আমি এই বিষয়ে একজন এক্সপার্ট। আর এই এক্সপার্ট হওয়ার পিছনের কারন হল আমার এই বিষয়ে খুব আগ্রহ ছিল। তাই আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে ব্লগের কোন বিষয়ের ওপর আপনার আগ্রহ রয়েছে।

Select a niche

এখন আপনি ব্লগের যেই বিষয়ের মধ্যে আপনার আগ্রহ খুঁজে পেয়েছেন সেই নিশ টাকে সিলেক্ট করবেন আপনার ব্লগিং ক্যারিয়্যার শুরু করার জন্য। এতে কি হবে? যখন আপনি আর্টিকেল লিখবেন আপনার আগ্রহের বিষয়ের ওপর তখন আপনি খুব সহজে বোর হবেননা। এতে আপনি খুব ভাল ভাবে আর্টিকেল লিখতে পারবেন। এছাড়াও আরো অনেক এ্যাডবান্টেজ রয়েছে।

Categories of the niche

ব্লগিং শুরু করার জন্য এখন আপনি একটি নিশ বাচাই করলেন। তার পরবর্তী কাজ হচ্ছে আপানার বাচাইকৃত নিশের মধ্যে কতগুলি সাব-ক্যাটাগরি রয়েছে সেগুলি খুঁজে বের করা? এখানে আমি একটি উদাহরণ দেই, আমি ব্লগিং শুরু করার জন্য একটি নিশ বাচাই করলাম। আমার নিশটি হচ্ছে Make Money Online বা কিভাবে অনলাইন থেকে আয় করা যায় সেই বিষয় নিয়ে। অনলাইন থেকে আয় করার দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে এক্টিভ ইনকাম এবং অপরটি হচ্ছে পেসিভ ইনকাম।
এখন কথা হচ্ছে এক্টিভ ইনকাম কি? একটিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ কাজ করছেন শুদু মাত্র উক্ত সময় বা কাজের জন্য পারিশ্রমিক পাবেন। যেমনঃ ফ্রিল্যান্সিং। অপর দিকে পেসিভ ইনকাম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পরেও পারিশ্রমিক পাওয়া যায়। যেমনঃ ব্লগিং, এফ্যিলিয়েট মার্কেটিং, ইউটিউবিং ইত্যাদি। সাবক্যাটাগরি গুলি খুজে বের করার পর এগুলো সম্পর্কে আপনাকে যথেষ্ঠ ধারনা রাখতে হবে। যাতে আপনি এই বিষয় গুলি নিয়ে লিখতে পারেন।
পরিকল্পনা ব্যতীত কোন কাজেই সম্পূর্ণ ভাবে সফলতা অর্জন করা যায়না। তাই ব্লগিং শুরু করার জন্যও আমাদের একটি প্রপার প্ল্যানিং থাকতে হবে। তা-নাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।

What is Blogging and How to Make Money by Blogging

What is blogging?

এককথায় ব্লগ হচ্ছে একটি অনলাইন জার্নাল যেখানে মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে ইনফরমেশন শেয়ার করে।

What is the difference between YouTube blog/video blog and Website blog?

অনেকে আবার ইউটিউবে ভিডিও আকারে ব্লগিং করে থাকেন আবার কেউ কেউ ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে থাকেন। তাহলে কথা হচ্ছে ব্লগিং এর সাথে ইউটিউবের কোন সম্পর্ক বা মিল আছে কি? ব্লগ মানে হচ্ছে একটি অনলাইন জার্নাল যেখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যেকোন বিষয়ে তথ্য দিয়ে থাকে। এখন আমি যদি ওয়েবসাইটের মাধ্যমে কোন বিষয় সম্পর্কে তথ্য দেই এটাকে যেমন ব্লগ বলা যাবে ঠিক তেমনি কেউ যদি তার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে বা অন্য কোন মধ্যমে তথ্য দিয়ে থাকে তাহলে এটাকেও ব্লগ বলা যাবে। কেননা দুটো কাজই অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে।

What are the requirement for start blogging?

ব্লগিং শুরু করতে হলে কি কি জিনিসপত্র বা স্কিল/দক্ষতার প্রয়োজন হবে? ব্লগিং শুরু করতে হলে প্রথমত আপনার একটি কম্পিউটারের প্রয়োজন হবে দ্বিতীয়ত একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। আর ওয়েবসাইট তৈরি করতে একটি ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে আমার কম্পিউটার আছে ওয়েবসাইট ও তৈরি করলাম তাহলে এখন আমার কি কি স্কিল বা দক্ষতার প্রয়োজন হবে। স্কিল বলতে এখানে আপনার কাজের ওপর পেশনেট হতে হবে এবং আপনাকে ইংরেজিতে বেসিক জ্ঞান থাকতে হবে। এছাড়াও আপনার মাইক্রসফট ওয়ার্ড এবং কম্পিউটারে বাংলা/ইংলিশ টাইপিং জানতে হবে। কেননা আপনি যদি বাংলায় ব্লগ বা আর্টিকেল লিখেন তাহলে বাংলা টাইপিং অবশ্যই জানতে হবে ঠিক তেমনি আপনি যদি ইংরেজিতে আর্টিকেল লিখতে চান তালে ইংলিশ টাইপিং অবশ্যই জানতে হবে। আর এই আর্টিকেল গুলি মাইক্রসফট ওয়ার্ড এর মাধ্যমে খুব সুন্দর ভাবে লিখা যায়। তাই মাইক্রসফট ওয়ার্ড জানাও আবশ্যক।

How to make money by blogging?

ব্লগিং থেকে আয় করার কয়েকটি পথ আছে। তার মধ্যে অন্যতম হলো গুগল এ্যডসেন্স, এফ্যিলিয়েট মার্কেটিং এবং স্পন্সর। গুগল এ্যডসেন্স থেকে আয় করতে হলে আপনার ওয়েবসাইট কে গুগল এ্যডসেন্স এর সাথে যুক্ত করতে হবে। গুগল এ্যডসেন্স এর সাথে ওয়েবসাইট যুক্ত করার পর গুগল এ্যডসেন্স এর এ্যড আপনার ওয়েবসাইটে শো করবে। আর যখনি কোন ভিজিটর আপনার ওয়েবসাইটের আর্টিকেল পড়তে আসবে এবং সে গুগল এ্যডসেন্স এর এ্যড গুলি দেখবে বা ক্লিক করবে ঠিক তখনি আপনার গুগল এ্যডসেন্স একাউন্টে একটা নির্দিষ্ট পরিমান অর্থ জমা হবে। ব্লগিং এর মাধ্যমে এফ্যিলিয়েট থেকে আয় করতে হলে আপনাকে স্বনামধন্য একটি ই-কমার্স ওয়েবসাইটের এফ্যিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হবে। এফ্যিলিয়েট প্রোগ্রামে জয়েন করার পর আপনাকে একটি এফ্যিলিয়েট ইউয়ারএল দেওয়া হবে এবং যখনি কোন ব্যক্তি আপনার এফ্যিলিয়েট প্রোগ্রামের ইউয়ারএল এ ক্লিক করে অই স্বনামধন্য ই-কমার্স ওয়েবসাইট থেকে কোন প্রোডাক্ট ক্রয় করবে তখনি আপনার এফ্যিলিয়েট একাউন্টে একটা নির্দিষ্ট পরিমান কমিশন জমা হবে। ব্লগিং এর মাধ্যমে স্পন্সর থেকে আয় করতে হলে সাধারণত আপনার ওয়েবসাইটটি অনেক জনপ্রিয় হতে হবে। আপনার ওয়েবসাইট জনপ্রিয় বা অনেক ভিজিটর থাকলে অনেক লোকাল বা বিদেশী প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করবে তাদের পন্য বা সেবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রোমোট করার জন্য এবং তার বিনিময়ে তারা একটি নির্দিষ্ট সম্মানি প্রদান করবে। এছাড়াও আরো অনেক ভাবে আপনি ব্লগিং থেকে আয় করতে পারবেন।

How to find best CPA Network and traffic sources

Last tutorial we have discussed how to create an account of CPA marketing and CPA marketplace and how can start your first income at CPA network. Today’s tutorial we will learn how to identify best CPA marketplace and how to select best traffic for CPA offer to generate leads from CPA network. Please contact with us if you face any difficulties to work in CPA marketplace. To get more helpful tutorial subscribe our YouTube channel and also visit our Facebook page.

Choose the best traffic for CPA offer and CPA promotion method before start your work in CPA network. You can choose CPA network and traffic easily for CPA offer from offervoult.com.
In the following ways, you can easily find out what offers a marketplace from offervoult.com

* First click on Advance Search.
* Select categories such as Gaming or other categories.
* With Allowed Traffic you can choose your favorite traffic such as Social Media or your favorite truffle.
* If you are interested in working with the USA VIOKE offer, choose United Status.
* After selecting the above topics, after clicking on the Search button, you will find different offers and traffic sources in your preferred category.

Please note: Offervoult.com is not a CPA marketplace you can search and find out available offer and different marketplace for CPA network.

Most of the time, we start work before knowing our goal and targeted audience. We must select who are targeted customers for CPA offer and how can be reached by targeted customers. If you promote the offer by selecting your product’s targeted audience, you will be able to find the conversion very easily.

You must start working with the best CPA traffic source. The best CPA Marketing traffic source for you is that traffic source which you understand or compatible to work. You can make the best conversions and bring more reliable leads through Facebook, LinkedIn, Twitter, Email Marketing or any other medium. You can communicate with us if you face any trouble, our Knowledgeable Support Team will assist you with technical/integration support. We are happy to help in any way we can we will try to ensure the best level of service.

How to track your sent email – Mailtrack for gmail

Email tracking for Gmail and inbox will be benefited for your personal and professional emails. You can use email tracking tools helps let you know when your Gmail have been read or not. Let’s make it clear, suppose you sent CV by mail using Gmail tracker. In these case you can make sure that your email are reaching the person or not. Email tracking also helps you to know how long ago and how many times have been read by receiver. Email tracking free is very much benefited, fully compatible and most popular email tracking tools.

Now we will discuss how to email tracking for Gmail on your Gmail account. Email tracking for Gmail and inbox works with other email tracking tools perfectly. Follow bellow instruction to add email tracking tools extension on your Gmail account.

• Logged-in your gmail account. (Open another new tab on your browser)
• Search mailtrack for gmail on the search box of your browser.
• Click on email tracking for gmail &inbox-mailtrack-chrome web store.
• Click on add to chrome.
• Click on add extension.
• Then sign in with gmail account. You will logged-in your gmail account
• Click on allow. (You will see another dialogue box mailtrack wants to access your google account
• Click on sign up free.
• Click on go to my email.

You can use email tracking free For Chrome, Firefox and Opera browsers. Email tracking will be very much benefited for you. Please contact with us if you face any trouble regarding this video or another issue, Our support team will help you. Please hit the like button on our Facebook fan page and subscribe to our YouTube channel for getting more tips and tricks.

Importance of best domain and hosting for CPA marketing

If you want to be a professional CPA marketer you need premium and best domain hosting for CPA marketing. CPA digital marketing is the best way to make money online. If you want to create an account with all the major and smaller CPA networks like MaxBounty, Peerfly, NeverBlue, ClickBooth, Matomy, and Adknowledge you must need a domain and hosting. Domain and hosting for CPA marketing is the best CPA marketing tools for marketer. Follow Step By Step CPA marketing strategies to promote your product on your targeted audience.

* If you Mindset to Became Successful marketer and Make Money Online you must need domain and hosting.
* Lending page or website help you to become professional CPA marketer.
* Web site reference will help you to create an account on CPA network like Peerfly, MaxBounty, ClickBooth, NeverBlue, Matomy, and Adknowledge etc.
* You can promote your CPA affiliate link with lending page or website to the targeted audience.
* Post your affiliate link by using lending page if you post affiliates link directly Facebook or any other social media network it will be considered as a fake link or co-registration.
* Never use Blogspot, Instapage or any other free hosting server cause those are third-party hosting service provider.
* You must use premier or paid domain hosting otherwise you may knocked out from CPA marketplace.
* If you use website or lending page you will get more traffic from targeted audience.

You can purchase web hosting for CPA marketing from Namecheap, Go-Daddy, Bluehost or other hosting service provider. I will recommend you to buy website from Zhost Bd because they are providing high level customer support and best quality server. You can buy premium domain and hosting by minimum TK. 1500-2000 for one year.
You can communicate with us if you face any trouble, our Knowledgeable Support Team provide you CPA marketing tools and CPA marketing guide with technical/integration support. We are happy to help in any way we can we will try to ensure the best level CPA marketing strategies or other service. Please subscribe our YouTube channel and like our Facebook page to get more tips and tricks.

How to rank YouTube video on the first page (Advanced)

At present YouTube is the most popular and effective way to sharing video in online. Day by day YouTube are getting huge number of popularity, because of the member of YouTube getting large facility than others social media network. YouTube members are able to upload video, view and also able to share the video easily. In today’s tutorial, we will discuss how to upload videos on YouTube and how to ranked YouTube videos on the first page. Following the below guideline then your video will be reached many people. Subscribe to our YouTube channels to get regular updated videos. To solve any problems you may visit www.zhostbd.com. You can take the help of our skilled support team for any need. Our today’s video plays a very effective role, especially for the beginner.

How to upload video on YouTube?


• Logged in your YouTube Channel.
• Click on Upload at the top of the page.
• You will see two options 1. Upload video 2. Go live click on upload video.
• If you want you can upload video selecting from my computer or you can upload video by drag and drop.
• Click on publish video when your video will be uploaded successfully.

How to rank YouTube video on the first page


After uploading the video you can publish the video directly. Now we will see how to rank YouTube videos to maximize your video view. You can optimize your video with YouTube SEO by following methods:-

• Video Title: You must provide a video title before publishing your video. Use a good quality YouTube keyword in your video title so that viewers feel attracted to watching video after watching your title. YouTube keyword in your video title will help to rank your video on YouTube SEO.
• Video Description: YouTube is the biggest search engine in the world. If you use video description with good YouTube keyword YouTube SEO will help you to find your video to the viewers.
• Tags: You must use some tags or YouTube keywords in line with your video. You will try to match your video titles and descriptions before select tags. You can use Google ad words or different types of tools for choosing best YouTube keyword. You must select best quality YouTube keywords by analyzing keywords because it will be worked as a YouTube SEO. You can also copy tags from some well ranked videos on the same category video. If you use tags from the ranked video your video will appear as a suggested video next to those videos.
• Thumbnail: You must use attractive video Thumbnail on your video because it will help you to get more viewers and ranked your YouTube video. You can use any of the images from your video as thumbnail or you can create new pictures for thumbnail.

Hopefully today’s tutorials will help you how to upload videos on YouTube and how to ranked YouTube videos. If you have any quarry related to our tutorial, please comment in the bellow comments box. Subscribe our YouTube channels to get more helpful tutorial and like our Facebook page. Contact with us if you face any problems and needed. Our expert support team will co-operate with best support.

How to Start an Online Business in Bangladesh (Complete Guideline)

At present the most effective and growing sector in the world is Online Business. Nowadays world is moving forward on digital marketing. Traditional business is now competing with online business. Most of business or industry has started their activities by online business. Online business particularly popular with young entrepreneurs because they are encourage to earn money by spending time and work in online marketing in besides of their jobs, business or other profession. We will discuss today’s tutorial how to start an online business in Bangladesh. Nowadays website business is the most potential online business in Bangladesh because of its availability. If you are interested to start an online business in Bangladesh, primarily you need some necessary components follow the bellow steps to start your online business in Bangladesh.

1. Domain: Domain usually refers to the name of a website such as Facebook.com, Youtube.com and zHostbd.com etc. Domain means business or website name that you want to start on your online business in Bangladesh.

2. Hosting: Hosting is a space provided by server owned where individuals and organizations can make their website as well as providing Internet connectivity. Suppose you want to make a house for living and you select a name for your house (Name of your house is your Domain). Now you want build your home with 5 stores building into a specific space such as 5 Catha’s, 10 Catha’s or 50 Catha’s. Here, you’re hosting that you determine the space or place for your home. So domain is a name or address and hosting is the space where you can keep your necessary files or database. You can take 1GB, 2GB, 5GB or unlimited hosting from the hosting company as per your requirement for your organization.

3. Website making: After selecting domain and hosting, your main job is to create a website. Before creating website, you need to choose website category like as e-commerce, classified ad site, portfolio website, personal website, company website etc. In that case, you can create a web site according to your needs from a renowned or skilled web development company. If you are skilled in web development you can create your own web site. You may contact with us for create your website from zhostbd.com zHost Bangladesh are providing best quality E-Commerce website, Company, Individual, Classified Add site etc. as per your requirement. We are providing 24/7 servicing to our valued clients.

4. Basic knowledge with online marketing: You must need basic knowledge with online marketing. We will support you how to start business with best online business idea. You can start hosting or website business. If you are interested to start website business we will provide all kind of support and necessary tools to start and grow your online business Bangladesh. We will provide guideline about your targeted audience and how you can to reach your targeted customer. Already we have uploaded some tutorial about online business Bangladesh. You will get online business idea from our YouTube channel and face book post. We discussed on our previous tutorial about Face book Marketing, Twitter Marketing, LinkedIn Marketing and other marketing method. If you need more help please commend on bellow tutorial. You can contact with us directly if you want to know about a particular topic. Our efficient and professional support team will solve your problem. You can also search Google or YouTube to solve your problem.

5. Budget: Budget is a major issue of best online business to start. To start online business Bangladesh you have to plan a budget. You can make your website as per your Budget and need to spend as much as Taka or 10,000 or Taka 20,000 or Taka. 50,000 Taka 1 lucks or more.

6. Product/Vendor: Product or service is very important for doing online business. If you have your own product then you can present your product on your website with full description of product. If you do not have your own product or you want to sell products from other companies or vendors, you have to choose a good vendor or company. If you are facing any kind of problem in this regard, you can contact us and we will be happy to assist you.

7. Support: One of the most important issues of best online business to start is support. You must provide. If you want to do business with domain hosting you can start business with our Re-seller package. We will provide all kind of customer support to you.

If you want to start a business online you must have enough knowledge about the above topic. Please contact with us if you face any trouble on how to start an online business in Bangladesh. Our Knowledgeable support team will assist you with the best online business ideas and also marketing tools with technical/integration support as well. We are happy to help in any way we can we will try to ensure the best level of service. Please Visit our website and subscribe our YouTube channel and also hit like button on our Facebook page to get more helpful tutorial like these.

Increase Subscribers by Creating YouTube Channel Art and Icon

YouTube is a very popular and reliable video sharing media in the global online marketplace. YouTube is getting huge popularity for online users because YouTube provides different test of facility. Nowadays YouTube is become more popular than other social media like Facebook, twitter, LinkedIn etc. In this tutorial we will discuss how to create YouTube channel art and YouTube channel icon. After watching this video tutorial you will able to make YouTube banner template and YouTube channel icon template. YouTube banner and YouTube icon plays vital rules to increase number of subscriber and establish your brand on youtube channel. Attractive YouTube banner and channel art helps to get more subscribers. You can design YouTube banner template and YouTube icon or you can take help from YouTube banner maker. YouTube is the most popular to youth’s enthusiasm because they can promote their product and service easily on YouTube. To get more helpful tips and tricks visit our website and subscribe our YouTube channel and click bell button to get update video from our channel, you must like our Facebook page to get more helpful tutorial.

YouTube channel icon plays an important role in increasing your YouTube channel’s brand profile and enhancing the beauty of the channel. You will try to match your YouTube banner template with your brand logo and brand color. Follow bellow step to update your YouTube channel art.

1. Logged in your YouTube channel.
2. Click on channel icon.
3. Click on creator studio.
4. After entering Creator Studio, click on View Channel below the icon.
5. After entering your channel, you will see the Edit option in the upper right corner.
6. Click edits options. You can select the picture according to your choice from the computer. Also, if you have an uploaded photo you can select from there picture.
7. Minimum 2048 pixels width and 1152 pixels tall for YouTube banner.

YouTube channel Icon is a curtail part of YouTube channel. You can use your brand’s logo or picture on the channel icon. If you use your brand logo as a channel icon your channel’s brand image will get more enhancing. A good channel icon will enhance the beauty of your channel. Follow bellow instructions to change the YouTube channel icon of your YouTube channel.

1. Logged in your YouTube channel.
2. Click on YouTube channel icon.
3. Click on settings on the left side of creator studio.
4. You will see Edit on Google after entrance of setting.
5. Click edit on Google. You will see an icon.
6. Click on above icon.
7. After clicking on the icon you can change uploaded picture from Google you also can select picture from your channel or upload a photo from the computer.
8. After selecting the picture you can edit the image size as per your choice.
9. After selecting the picture, your YouTube channel icon will be changed.

Please contact with us if you face any trouble to edit or change your YouTube channel art and YouTube channel icon or if you want be YouTube banner maker for your YouTube channel. Our Knowledgeable support Team will assist you with technical/integration support. We are happy to help in any way we can we will try to ensure the best level of service. Please Visit our website and subscribe our YouTube channel and face book to get more helpful tutorial.

জি-হোস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান

©2015–2024 zHost Bangladesh. All rights reserved.