Planning for CPA Marketing – Basic CPA Online Courses-P1

সবাইকে সিপিএ মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল সিরিজে স্বাগতম।

CPA –এর পূর্ণরূপ হলঃ Cost Per Action. অর্থাৎ একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার মাধ্যমে আপনি টাকা পাবেন। এই কাজটি যেকোন ধরনের হতে পারে। যেমনঃ ইমেল সাবমিট, জিপ সাবমিট, পে পার কল, রেজিস্ট্রেশন, ক্রেডিট কার্ড (CC) সাবমিট ইত্যাদি। এই কাজ গুলা করার মাধ্যমে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারেন।

সিপিএ মার্কেটিং এর সুবিধাসমূহঃ
১. আপনাকে কোন প্রডাক্ট বিক্রি করতে হবে না।
২. সিপিএ মার্কেটিং এর কাজ শুরু করা খুবই সহজ।
৩. আপনার বড় ধরনের কোন ওয়েব সাইট বানাতে হবে না। শুধুমাত্র ল্যান্ডিং পেজ যা আপনি নিজেই তৈরি করে কাজ শুরু করতে পারবেন।
৪. এটা তুলনামূলক ভাবে বেশী লাভজনক।

কাজ শুরু করার আগে যে বিষয়গুলো আপনার প্রয়োজনঃ
১. নির্ভরযোগ্য একটি সিপিএ নেটওয়ার্কে একাউন্ট।
২. কম্পিউটার (ডেস্কটপ/ল্যাপটপ)।
৩. ইন্টারনেট সংযোগ।
৪. কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক ধারণা।
৫. ইন্টারনেট সম্বন্ধে প্রাথমিক ধারণা।
৬. সত্যতা যাচাইয়ের একটি মোবাইলে অপারেটর এর সংযোগ চালু রাখা।
৭. ডোমেইন এবং হোস্টিং

কোর্সে যা যা থাকছেঃ
১. সিপিএ কি এবং পরিকল্পনা।
২. টাকা তোলার পদ্ধতি বা একাউন্ট খোলা।
৩. সাথে একাউন্ট পাওয়া যায় এমন সিপিএ নেটওয়ার্কে একাউন্ট খোলা।
৪. ম্যাক্সবাউন্টি একাউন্ট পাওয়ার উপায়।
৫. সিপিএ অফার এবং ডোমেইন + হোস্টিং বাছাই করা।
৬. প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করা।
৭. ফেসবুক মার্কেটিং ফ্রি মেথড।
৮. ফেসবুক মার্কেটিং পেইড মেথড।
৯. টুইটার মার্কেটিং।
১০. গুগল মার্কেটিং ফ্রি মেথড।
১১. পিনটারেস্ট মার্কেটিং।
১২. লাইভ প্রজেক্ট।

সিপিএ মার্কেটিং নিয়ে পরিকল্পনা গ্রহণঃ সিপিএ মার্কেটিং এ সফল হতে চাইলে আপনাকে অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে। তা না হলে আমি ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশী। আপনাদের বুঝানোর স্বার্থে আমি একটা কমান্ড অব চেইন তৈরি করলাম যেটা আপনার সফলতার জন্য কাজে লাগবে। সিপিএ নেটওয়ার্ক -> অফার -> ল্যান্ডিং পেজ -> ট্রাফিক -> একশন = পে আউট।

সিপিএ মার্কেটিং শুরু করতে গেলে প্রথমেই আপনাদের একটা নির্ভরযোগ্য সিপিএ নেটওয়ার্কে একাউন্ট থাকতে হবে। তারপর সেখান থেকে আপনাকে একটা ভাল অফার সিলেক্ট করতে হবে। তারপর সেই অফার অনুযায়ী একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে যেখানে আপনার অফারের এফিলিয়েট/প্রমোট লিংকটা দিবেন। এই ল্যান্ডিং পেজটা আপনি যত পারেন টার্গেটকৃত ট্রাফিক/ভিজিটরদের কাছে নিয়ে যাবেন। সেখান থেকে যখন কোন ট্রাফিক/ভিজিটর আপনার অফারের নির্দিষ্ট একশন সম্পন্ন করবে তখনই আপনি টাকা পাবেন। আপনার যদি ইনকাম না হয় তাহলে বুঝে নিবেন আপনার এই কাজগুলোর ভেতরেই কোথাও সমস্যা হচ্ছে যা আপনি সঠিকভাবে সম্পাদন করতে পারছেন না। কোথায় ভুল হচ্ছে সেটা বুঝার চেষ্টা করবেন। আর এই সব ধাপ যখন সম্পূর্ণ ভাবে আপনি করতে পারবেন তখনি আপনি হয়ে উঠবেন একজন সফল সিপিএ মারকেটার।

ধন্যবাদ।

Watch the video on YouTube: Planning for CPA Marketing – Basic CPA Online Courses-P1

Please subscribe our YouTube channel: https://www.youtube.com/c/Zhostbdwebs To keep in touch with us please follow us on: Facebook: https://www.facebook.com/zhostbd/ Google+: https://plus.google.com/+Zhostbdwebs Join zHost Academy Facebook Group: https://www.facebook.com/groups/zHostacademy/ We appreciate if you like, comment or share our videos to help your friends and build a helpful community.

2 Comments

  1. অনেক সুন্দর আয়োজন আপনাদের ভিডিও দেখলাম ভালো উপকারে দিবে মনে হচ্ছে।

Leave a Reply

জি-হোস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান

©2015–2024 zHost Bangladesh. All rights reserved.