What is the differences between E-commerce Business & Traditional business
ই-কমার্স বিজনেস নাকি ট্র্যাডিশনাল বিজনেস? কোনটা আপনার জন্য?
দেখুন বর্তমানে আমাদের দেশে ইন্টারনেটের সহজলভ্যতার কারনে আমরা কিন্তু প্রতিনিয়ত ইন্টারনেটের প্রতি ঝুকে পড়ছি। এতে কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসের চেয়ে ই-কমার্স বিজনেসের সম্ভাবনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে আপনার জন্য কোন ব্যবসায়টি ভালো হবে, ই-কমার্স বিজনেস নাকি ট্র্যাডিশনাল বিজনেস? এটা জনাতে হলে সর্বপ্রথম আপনাকে ই-কমার্স বিজনেস এবং ট্র্যাডিশনাল বিজনেসের পার্থক্য সম্পর্কে জানতে হবে।
ই-কমার্স বিজনেস কি? একথায় ইকমার্স হলো একটি অনলাইন দোকান যেখানে কাস্টমার ঘরে বসেই তার প্রয়োজনীয় পন্য-দ্রব্য অর্ডার করতে পারে এবং তার অর্ডারকৃত পন্য-দ্রব্য গুলো ঘরে পোঁছে দেওয়া হয়। অন্যদিক…
ট্র্যাডিশনাল বিজনেস কি? ট্র্যাডিশনাল বিজনেস হলো আপনার একটি ফিজিক্যাল দোকান থাকবে এবং কাস্টমার দোকানে এসে তার প্রয়োজনীয় পন্য-দ্রব্য কিনে নিয়ে যাবে।
ই-কমার্স এবং ট্র্যাডিশনাল বিজনেসের পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানতে উল্লেখিত ভিডিওটি দেখুন।