How to Apply for Google AdSense
গুগল এ্যাডসেন্স, সোনার হরিন তাইনা! ব্লগাররা গুগল এ্যাডসেন্সকে সোনার হরিন নামেই ডেকে থাকেন। এটি হয়তো রূপকথার সোনার হরিনের মত সোনার ডিম দেয়ানা তবে সোনার ডিমের সমমূল্যের অর্থ তো দিয়েই থাকে। আজকে আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা কিভাবে গুগল এ্যাডসেন্স জন্য আবেদন করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
গুগল এ্যাডসেন্সর জন্য আবেদন করার পূর্বে আমাদেরকে গূগোলের কিছু রিকয়্যারমেন্ট ফুলফিল করতে হবে। যেমন ওয়েবসাইটে বাধ্যতামূলক কিছু পেইজ ক্রিয়েট করতে হবে যেমনঃ প্রাইবেসি পলিসি, ডিসক্লেইমার, এবাউট আস এবং কন্টাক্ট আস। উক্ত পেইজ গুলি ওয়েবসাইটে থাকা বাধ্যতামূলক। কিভাবে উক্ত পেইজ গুলি ক্রিয়েট করতে হয় এই বিষয় সম্পর্কে আমারা ইতিমধ্যে একটি আর্টিকেল পাবলিশড করতেছি। আর্টিকেল লিঙ্কঃ
What Are the Requirements for Google AdSense
এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর জন্য আপনার গুগল এ্যাডসেন্স এ্যাপ্লিকিশনটি রিজেক্টেড ও হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি নিম্মে উল্লেখ করা হল।
১। ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমান কনটেন্ট না থাকা।
২। ওয়েবসাইটে কোন ধরনের এডাল্ট কনটেন্ট থাকা।
৩। ওয়েবসাইটে মিলিটারি ইকুইপমেন্ট সম্পর্কে কনটেন্ট থাকা।
৪। ওয়েবসাইটে কপিরাইটেড কনটেন্ট থাকা।
৫। ওয়েবসাইটে কপিরাইটেড ইমেজ থাকা।
৬। আপনার বয়স ১৮ বছরে কম হলে।
৭। আপনার পূর্বের কোন গুগল এ্যাডসেন্স একাউন্ট থাকা ইত্যাদি।
গুগল এ্যাডসেন্স এ আবেদন করার জন্য শুরতেই আমাদেরকে Google AdSense এই ইউয়াএল টিতে ব্রাউজ করতে হবে। গুগল এ্যাডসেন্স এর হোম পেইজে আসার পরে গেট স্টার্ট আইকনটিতে ক্লিক করে আমাদের ইমেল এ লগ-ইন করতে নিতে হবে।
পরবর্তি পেইজে আসার পরে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এবং আমাদের পারর্সনাল ইনফরমেশন দিয়ে পরবর্তি পেইজে যেতে হবে।
পরবর্তি পেইজে আসার পরে “কানেক্ট ইউর সাইট টু এ্যাডসেন্স” এই অপশনটিতে ক্লিক করবো।
তারপরে এ্যাডসেন্স আমাদেরকে একটি কোড দিবে সেটি আমারা কপি করে আমাদের ওয়েবসাইটের হেড সেকশনটিতে পেস্ট করে সাবমিট বাটনে কিল্ক করলেই আমাদের কাজ শেষ।
গুগল এ্যাডসেন্সর জন্য আবেদন করার পূর্বে আমাদেরকে গূগোলের কিছু রিকয়্যারমেন্ট ফুলফিল করতে হবে। যেমন ওয়েবসাইটে বাধ্যতামূলক কিছু পেইজ ক্রিয়েট করতে হবে যেমনঃ প্রাইবেসি পলিসি, ডিসক্লেইমার, এবাউট আস এবং কন্টাক্ট আস। উক্ত পেইজ গুলি ওয়েবসাইটে থাকা বাধ্যতামূলক। কিভাবে উক্ত পেইজ গুলি ক্রিয়েট করতে হয় এই বিষয় সম্পর্কে আমারা ইতিমধ্যে একটি আর্টিকেল পাবলিশড করতেছি। আর্টিকেল লিঙ্কঃ
What Are the Requirements for Google AdSense
এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর জন্য আপনার গুগল এ্যাডসেন্স এ্যাপ্লিকিশনটি রিজেক্টেড ও হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি নিম্মে উল্লেখ করা হল।
১। ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমান কনটেন্ট না থাকা।
২। ওয়েবসাইটে কোন ধরনের এডাল্ট কনটেন্ট থাকা।
৩। ওয়েবসাইটে মিলিটারি ইকুইপমেন্ট সম্পর্কে কনটেন্ট থাকা।
৪। ওয়েবসাইটে কপিরাইটেড কনটেন্ট থাকা।
৫। ওয়েবসাইটে কপিরাইটেড ইমেজ থাকা।
৬। আপনার বয়স ১৮ বছরে কম হলে।
৭। আপনার পূর্বের কোন গুগল এ্যাডসেন্স একাউন্ট থাকা ইত্যাদি।
How to Apply for Google AdSense
গুগল এ্যাডসেন্স এ আবেদন করার জন্য শুরতেই আমাদেরকে Google AdSense এই ইউয়াএল টিতে ব্রাউজ করতে হবে। গুগল এ্যাডসেন্স এর হোম পেইজে আসার পরে গেট স্টার্ট আইকনটিতে ক্লিক করে আমাদের ইমেল এ লগ-ইন করতে নিতে হবে।

পরবর্তি পেইজে আসার পরে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এবং আমাদের পারর্সনাল ইনফরমেশন দিয়ে পরবর্তি পেইজে যেতে হবে।

পরবর্তি পেইজে আসার পরে “কানেক্ট ইউর সাইট টু এ্যাডসেন্স” এই অপশনটিতে ক্লিক করবো।

তারপরে এ্যাডসেন্স আমাদেরকে একটি কোড দিবে সেটি আমারা কপি করে আমাদের ওয়েবসাইটের হেড সেকশনটিতে পেস্ট করে সাবমিট বাটনে কিল্ক করলেই আমাদের কাজ শেষ।
