Learn How to Manage WordPress for Free Within a Week

Learn How to Manage WordPress for Free Within a Week

WordPress কি?

ওয়ার্ডপ্রেস হল এমন একটি Content Management System (CMS) যেটার মাধ্যমে কোন ধরনের কোডিং নলেজ ছাড়াই খুব সহজে এবং অল্প সময়ে একটি ওয়েবসাইট তৈরি করা যায়।

WordPress কেনো শিখবেন?

বর্তমান সময়ে ছোট বড় যেকোন ধরনের প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম। একটি ওয়েব সাইটের মাধ্যামে আপনি আপনার প্রতিষ্ঠানকে খুব সহজে মানুষের সামনে তুলে ধরতে পারেন। এমনকি আপনি চাইলে আপনার ব্যাবসায়িক পণ্য বা সেবা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সেল করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এর কাজ শিখে ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে এমন অনেক প্রফেশনাল খুজে পাবেন যারা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে মাসে বেশ হ্যান্ডসাম একটা এমাউন্ট আয় করছে। ওয়ার্ডপ্রেস এর কাজ শিখে আরো অনেক ভাবে আয় করা যায়। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, লিড জেনারেট ইত্যাদি। এগুলো সম্পর্কে আমি অন্য একটি আর্টকেলে বিস্তারিত আলোচনা করবো।

WordPress শেখার জন্য কি কি Equipment এর প্রয়োজন হবে?

আমি আর্টিকেলটির শুরুতেই বলেছি ওয়ার্ডপ্রেস হলো এমন একটি CMS যার মাধ্যমে যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোন রকম কোডিং এর ব্যাবহার না করে। তাই Equipment বলতে এখানে কেবল মাত্র দুইটি জিনিসের প্রয়োজন হবে একটি হচ্ছে ডোমেইন (ওয়েবসাইটের নাম বা ঠিকানা) এবং অপরটি হচ্ছে ওয়েব হোস্টিং অর্থাৎ যেখানে ওয়েবসাইটটি হোস্ট করা হবে। আপনি চাইলে ডোমেইন হোস্টিং ছাড়াও আপনার পিসির লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে কাজ করতে পারবেন।

WordPress কিভাবে শিখবেন?

ওয়ার্ডপ্রেস এর মধ্যমে ওয়েবসাইট তৈরি করা শিখতে হলে সর্বপ্রথম আপনাকে Content Management System(CMS) সম্পর্কে ধারনা নিতে হবে। যেমন Content Management System (CMS) কি? CMS হলো এমন একটি ওয়েব এ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে ডিজিটাল কনটেন্ট তৈরি করা এবং ম্যানেজ করা যায়। এই CMS আবার দুইটি ক্ষেত্রে ব্যাবহারিত হয়ে থাকে। একটি হলো Enterprise Content Management (ECM) এবং অপরটি হলো Web Content Management (WCM). তারপরে আপনাকে জানতে হবে কিভাবে হোস্টিং বা cPanel এ WordPress install করতে হবে। কিভাবে cPanel এ WordPress install করবেন তা জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখুন। WordPress Hosting in Bangladesh – WordPress Install with One Click Installer Bangla Tutorial
ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর আপনাকে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবর্ড সম্পর্কে ধারনা নিতে। ওয়ার্ডপ্রেস এর ড্যাশবর্ড সম্পর্কে ধারনা নিতে এই ভিডিওটি দেখুন। WordPress dashboard tutorial in Bangla.
তারপরে যথাক্রমে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম আপলোড করা, কনটেন্ট আপলোড করা, পেজ ক্রিয়েট করা, ওয়েবসাইটের হেডার ও ফুটার এডিট করা ফুটারে কনটেন্ট দেওয়া ইত্যাদি আরো অনেক কিছু শিখতে হবে। যেগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ১৯টা ভিডিও আপলোড করা হয়েছে। আমাদের চ্যানেল এর এই ভিডিও গুলি সম্পূর্ন দেখলে আপনি একটি সম্পূর্ন ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন। সম্পূর্ন ইউটিউব ভিডিও কর্স লিংকঃ https://bit.ly/2z7EFwy পৃথিবী পরিবর্তনশীল! তাই বলে ওয়ার্ডপ্রেস যে ভিন্ন নিয়ম মেনে চলবে তা কিন্তু নয়। ওয়ার্ডপ্রেস এর ও প্রতিনিয়ত আপডেট আসতে থাকে। তাই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নটিফিকেশন আইকনটিতে ক্লিক করতে ভুলবেননা। আমাদের ইউটিউব চ্যানেল লিংকঃ https://goo.gl/itPfzm

Leave a Reply

জি-হোস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান

©2015–2024 zHost Bangladesh. All rights reserved.