How to choose domain for blog website?

ব্লগিং শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করতে আমরা হয়তো অনেকেই জানি একটি ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয়। আমরা এই আর্টিকেলটিতে শুধুমাত্র ডোমেইন সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী আর্টিকেলে হোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই জেনে নেই ডোমেইন কি?

What is Domain?


এখানে একটা উদাহরণ দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনেকরুন আপনার একটি বাড়ি আছে সাধারন ভাবেই বাড়িটির একটি নির্দিষ্ট ঠিকানা ও আছে। ঠিক একই ভাবে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ও একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে। আর ওয়েবসাইটের এই নির্দিষ্ট ঠিকানাকেই ডোমেইন বলা হয়।
এখানে ডোমেইন এর কিছু বিশেষত্ব আছে যেমন একই নামে শুদু মাত্র একটি ডোমেইন হয়ে থাকে। অর্থাৎ আপনি যেই নাম ব্যাবহার করে ডোমেইন রেজিস্ট্রেশন করেছেন অন্য কেউ চাইলেও একই নাম দিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেনা।

How to select the perfect domain for your blog website?


ডোমেইন নির্বাচন করার অনেক গুলো ধাপ রয়েছে। তার মধ্যে প্রধান যেই বিষয় গুলো রয়েছে সেগুলো নিম্মে উল্লেখ করা হলো।

• ব্লগিং এর জন্য ডোমেইন নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করবো .com ডোমেইন নেওয়ার জন্য। যদি কোন কারনে .com ডোমেইন এক্সটেনশনটি এভেইলএবল না পাই সেক্ষেত্রে আমারা চেস্টা করবো .net অথাবা .info ডোমেইন এক্সটেনশনটি নেওয়ার জন্য।

• আমরা অলয়েজ ট্রাই করবো হাইফেনের ব্যবহার না করতে। কেননা হাইফেন ব্যবহার করলে ডোমেইন ব্রাউজারে লিখে সার্চ করতে অনেক অসুবিধা হয়। তাছাড়া হাইফেন ব্যবহারের ফলে ডোমেইন নেইম মনে রাখাও কস্ট হয়ে যায়।

• ডোমেইন নেইম নির্বাচন করার ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করা যাবেনা। তবে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করতে পারেন। যেমন, সংখ্যাটি যদি আপনার ওয়েবসাইটের ব্রান্ডিং প্রকাশ করে। এখানে কয়েকটি উদাহরণ হলো area51 .com, b2b .com ।

• ডোমেইন এর জন্য একটি ছোট নাম নির্বাচন করুন। তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটরদের ডোমেইন নেইমটি মনে রাখতে সুবিধা হবে।

• আপনার বাচাইকৃত ডোমেইনের স্পেলিং সঠিক আছেকিনা নিশ্চিত করুন।

• আপনার কাঙ্ক্ষিত ডোমেইনটি এমন ভাবে নির্বাচন করুন যেটা উচ্চারন বা প্রোনাউন্স করতে সুবিধা হয়।

• কপিরাইট সমস্যা নেই এমন একটি ডোমেইন নির্বাচন করুন।

• এমন অনেক ধরনের ডোমেইন আছে যেগুলো পূর্বে রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু রিনিও না করার করণে ডোমেইন গুলো বর্তমানে এভেইলএবল রয়েছে। এসকল ডোমেইনকে এক্সপেয়ার্ড ডোমেইন ও বলা হয়ে থাকে। এক্সপেয়ার্ড ডোমেইন রেজিস্ট্রেশন করার আগে দেখে নিতে হবে গুগোল উক্ত ডোমেইনটিকে পেনাল্টি করেছে কিনা। যদি করে থাকে তাহলে সেই ডোমেইনটি নির্বাচন করা থেকে বিরত থাকতে হবে।

জি-হোস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান

©2015–2023 zHost Bangladesh. All rights reserved.