What Are the Requirements for Google AdSense

গুগল এ্যডসেন্সের জন্য আবেদন করার পূর্বে সাধারণত গুগলের কিছু রিকয়ারমেন্ট আমাদেরকে পূরণ করতে হয়। আমারা যদি উক্ত রিকয়ারমেন্টগুলি সঠিক ভাবে পূরণ করতে না পারি সে ক্ষেত্রে গুগল কখনই আমাদের এ্যডসেন্স এ্যাপ্লিকেশনটি এপ্রুভ করবেনা। গুগল এ্যডসেন্সের শর্ত গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি শর্ত হলোঃ

1. Privacy policy
2. Disclaimer
3. About Us
4. Contact Us
5. Be aware of how your site promoted

আমাদেরকে এ্যডসেন্সের জন্য আবেদন করার পূর্বে উল্লেখিত চারটি পেইজ আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করে নিতে হবে। উল্লেখিত চারটি পেইজ কিভাবে তৈরী করবেন এবং কি কি কনটেন্ট দিবেন তা নিয়ে উল্লেখিত ভিডিও টিওটোরিয়ালে বিষদভাবে আলোচনা করা হয়েছে।

এখন কথা হচ্ছে পাঁচ নম্বর অপশনটি নিয়ে। এখানে বলা হয়েছে আপনার অয়েবসাইটটি কিভাবে প্রোমট করা হচ্ছে সে বিষয়ে সতর্কতা অবলম্ভন করা। অর্থাৎ আপনি যদি আপনার অয়েবসাইটটি কোন থার্ড পার্টি ওয়েবসাইট বা সফ্টওয়্যার এর মাধ্যমে প্রোমট করে থাকেন এবং উক্ত থার্ড পার্টি অয়েবসাইটটি যদি পপ-আপ উইনডোর মাধ্যমে আপনার সাইটে ভিজিটর পাঠায় সে ক্ষেত্রে গুগল আপনাকে এ্যডসেন্স দিবেনা।
গুগল এ্যডসেন্সের জন্য আবেদন করার পূর্বে আমাদেরকে অবশ্যই উক্ত বিষয়গুলি বিবেচনা করতে হবে।

Leave a Reply

জি-হোস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান

©2015–2024 zHost Bangladesh. All rights reserved.