
WordPress Security Bangla Tutorial
বর্তমানে ওয়েবসাইট তৈরিতে ওয়ার্ডপ্রেস সব থেকে জনপ্রিয় সি.এম.এস। আর ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার জন্যই হ্যাকারদের প্রথম টার্গেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তার কারণ এর অসাধারণ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একজন নন আই. টি. পার্সনও খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে চমৎকার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। অন্য যেকোন সি.এম.এস. দিয়ে করাটা অনেক জটিল এবং আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে।
ওয়ার্ডপ্রেস এখন আর শুধু মাত্র ব্লগিং প্লাটফর্মে সীমাবদ্ধ নাই। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন ই-কমার্স, নিউজ পোর্টাল, কমার্শিয়াল ওয়েবসাইট, ওয়েব ডিরেক্টরি, এ্যফিলিয়েট, এডসেন্স আরও কত কি যা এখানে বলতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে।
আমরা ওয়েব হোস্টিং কোম্পানি, তাই আমাদের ওয়েব সার্ভার ম্যানেজ করতে হয়ে। আমাদের সার্ভারের নিরাপত্তার জন্য সিকিউরিটি অনেক স্ট্রং করতে হয় এবং সব সবসময় মনিটরিং করতে হয়। আমরা প্রতিনিয়ত দেখতে পাই, যত ওয়ার্ডপ্রেসের সাইট আছে সব থেকে বেশি হ্যাকিং, ব্রূট ফোর্স এ্যটাক, স্পেমিং, এস.কিউ.ল. ইঞ্জেকশনের কবলে পড়তে।
আর একবার আপনার সাইট যদি মালওয়্যার দ্বারা আক্রান্ত হয়! তাহলে তো কথাই নাই। আপনার সামনে ২ টি পথ খোলা থাকবে। এক আপনাকে মালওয়্যার স্ক্যানার দিয়ে মালওয়্যার রিমুভ করতে হবে, যা অনেক ব্যয়সাপেক্ষ। দুই আপনার হোস্টিংয়ের সব ডাটা মুছে ফেলতে হবে, যা আপনার জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। অবশ্য জি-হোস্ট তৃতীয় আরেকটি সমাধান দিয়ে থাকে। আমরা আমাদের কাস্টমার এর সাথে কথা বলে সর্বশেষ ব্যাকআপ রিস্টোর করে দেই। কিন্তু তাতেও আপনার কিছু ডাটা মিসিং হবে।
তাই জি-হোস্ট সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ডপ্রেস ইউজারদের জন্য একটি ওয়ার্ডপ্রেস সিকিউরিটির পূর্ণাঙ্গ বাংলা ভিডিও টিউটোরিয়াল বানানোর। খুবই গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালটিতে আপনি মোটামুটি যত ধরণের সিকিউরিটি ইসু আছে শিখতে পারবেন এবং আপনার সাইটের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
দৃষ্টি আকর্ষণ: ১০০% নিরাপত্তা নিশ্চিত করা কখনোই সম্ভব না। আমাদের এই টিউটোরিয়ালের উদ্দেশ হল আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তা জোরদার করা। নিরাপত্তা নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির সাথে সাথে সিকিউরড ওয়েব-হোস্টিং ব্যবহার করতে হবে। জি-হোস্ট সব সময় হোস্টিং এর নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তাই আপনি নিশ্চিন্তে জি-হোস্ট বাংলাদেশ থেকে সিকিউরড হোস্টিং নিতে পারেন।
খুব শীঘ্রই আমাদের সিরিজ ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ভিডিও টিউটোরিয়ালটি ইউটিউবে এ পর্যায়ক্রমে পাবলিশ হবে ইনশাল্লাহ। ওয়ার্ডপ্রেস সিকিউরিটির ভিডিও টিউটোরিয়ালের নটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/c/Zhostbdwebs